মোজাদ্দেদ কাকে বলে??
আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি হযরত রাসুল পাক (সাঃ) হতে শুনেছি যেঃ "আল্লাহ তায়ালা এই উম্মতের (মঙ্গলের) জন্য প্রত্যেক শতাব্দী শেষে এমন এক ব্যক্তিকে পাঠাবেন, যিনি দ্বীনকে তাজদীদ করবেন। " তাজদীদ অর্থ কোন জিনিসকে নতুন করা অর্থাৎ সংস্কার করা। এখানে দ্বীনকে নতুন করা - এর অর্থ দ্বীনে যে সকল কুসংস্কার বা বেদায়াত প্রবেশ করবে তা হতে তিনি দ্বীনকে মুক্ত করবেন। অর্থাৎ কোরআন ও হাদীসের নির্ধারিত সীমা রেখার মধ্যে মানুষকে আবদ্ধ করার চেষ্টা করবেন। যিনি এরূপ কাজ করেন তাকে বলা হয় "মোজাদ্দেদ "।.
-আবু দাউদ শরীফ
No comments:
Post a Comment