Thursday, September 24, 2020

প্র্যাকটিস যে কোন কিছুর জন্য গুরুত্বপূর্ণ,

 একদিন বৃষ্টির দেবতা ইন্দ্র কৃষকদের উপর অনেক ক্ষেপে গেলেন..

তখন তিনি কৃষকদের,
-আমি একটানা ১২ বছর কোন প্রকার বৃষ্টি দান করব না,তোমরাও কোন প্রকার ফসল ফলাতে পারবে না "বলে অভিশাপ দিলেন..

কৃষকদের তো তখন ভয়ে অবস্থা খারাপ, তারা তখন অনেক কাকুতি মিনতি করতে শুরু করলো তার অভিশাপ ফিরিয়ে নেয়ার জন্য..



কৃষকদের কাকুতি মিনতি দেখে সে একটা বুদ্ধি বের করলো..
সে কৃষকদের বললো -আচ্চা ঠিক আছে বৃষ্টি তখনি হবে যখন ভগবান শিব তার তার হাতে থাকা ডমরু বাজাবেন..

এক দিকে তিনি কৃষকদের এটা বলে শান্তনা দিলেন যে ভগবান শিব ডুমরু বাজালে বৃষ্টি হবে অন্য দিকে তিনি শিবকে ডমরু না বাজানোর জন্য রাজি করিয়ে নিলেন..

কৃষকেরা যখন শিবের কাছে ডমরু বাজাতে

 প্রার্থনা করলো তখন তিনি বলে দিলেন "আমি ১২ বছর আমার ডমরু বাজাবো না "

তখন কৃষকরা কোন পথ না পেয়ে ১২ বছর অপেক্ষা করার সিদ্ধান্ত নিলো..

কিন্তু একজন কৃষক ঠিকি জমি খনন করে চাষ করে বীজ বুনন করতে থাকলো..
কিন্তু বার বারই তার বীজ নষ্ট হতে লাগ

লো কোন ফসলই হলো না..

তাকে দেখে অন্য চাষিরা ও হাসাহাসি করতে লাগলো..
৩ বছর পর একদিন সব কৃষক মিলে তাকে জিজ্ঞেস করলো,
- কেনো তুমি শুধুশুধু এত কষ্ট করছো বৃষ্টিতো হবে না ১২ বছর.. বৃষ্টি ছাড়া কি ভাবে ফসল হবে..

উত্তরে সে বললো,-আমি জানি ১২ বছর কোন বৃষ্টি হবে না,তবুও আমি আমার কাজটার অনুশীলন করে যাচ্ছি.. যেনো ১২ বছর পর যখন বৃষ্টি হবে তখন আমি আমার চাষবাস এর কাজ ভুলে না যাই..

কৃষকদের মধ্যকার এই কথা শুনে দেবী পার্বতী শিবকে বললেন -এক টানা ১২ বছর ডমরু না বাজালে

আপনি ও হয়তো ১২ বছর পর ডমরু বাজানো ভুলে যাবেন..

তখন শিব অন্যমনস্ক হয়ে তার হাতে থাকা ডমরুটা বাজানোর জন্য চেষ্টা করলেন..ডমরু বাজতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো..

আর যে কৃষক আগে থেকে জমি তৈরি করে বীজ বপন করে রেখেছিলো সে শস্য পেতে লাগলো.. সেখানে যারা তাকে নিয়ে হাসাহাসি করছিলো তারা কিছুই পেলো না..

——————

প্র্যাকটিস যে কোন কিছুর জন্য গুরুত্বপূর্ণ, আমরা যতই কোন কিছুতে দক্ষ হই না কেনো যদি আমরা ভালো মত সেটার অনুশীলন না করি তা হলে নির্ঘাত ঐ কাজটা আস্তে আস্তে আমাদের আয়ত্তের বাহিরে চলে যাবে..

নিজের কাজটা তাই অলয়েজ অনুশীলন করা উচিত..যেনো সেটা না ভুলে যাই, পিছিয়ে না পরি.. নিজের স্কিলের উপর ফোকাস করুন সব সময় নতুন কিছু করার ট্রাই করুন যেনো পরবর্তী চ্যালেঞ্জ গুলা মোকাবেলা করতে পারেন..

No comments:

Post a Comment